মোঃমনির হোসেন ঝালকাঠিঃ
ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ১৪ ডিসেম্বর সকাল ১০ টায় জেলার বিভিন্ন পেশার ব্যক্তিবর্গদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. হামিদুল হক সভায় সভাপতিত্ব করেন। এ সময় পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা আইনজীবি সমিতির সভাপতি ও জেলা পরিষদ সদস্য এড. আঃ মান্নান রসুল পিপি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকারসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা শহীদ বুদ্ধিজীবি দিবসের তাৎপর্য এবং স্বাধীন বাংলার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শিক দিক তুলে ধরেন।