বাংলাদেশের খ্যাতনামা সাংবাদিক বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোর’র সিইও নঈম নিজাম এবং বাংলাদেশ পতিদিনের প্রকাশক সহ ৪ সাংবাদিক লালমনিরহাটে সমাজকল্যান প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের দায়ের করা মামলা প্রত্যাহারসহ ১৪ দফা দাবীতে ঝালকাঠিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের লালমনিরহাট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিয়াজ আহমেদ শিপন বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীও জানান বক্তারা। বুধবার ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে জেলা বিএমএসএফ সভাপতি আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আহম্মেদ আবু জাফর। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর’র ঝালকাঠি প্রতিনিধি এস এম রেজাউল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা যমুন টিভি প্রতিনিধি দুলাল সাহা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর তরুন কর্মকার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী ও বাংলাদেশ মানাবাধিকার কমিশনের ঝালকাঠি শাখার সাধারন সম্পাদক আবু সাঈদ খান। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ঝালকাঠি শাখার সহ-সভাপতি শফিউল আজম টুটল, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের জেলা সভাপতি ডা. সুকমল ওঝা দোলন, দেশ বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যন মিজানুর রহমান, সাংবাদিক এসএম রাজ্জাক পিন্টু, নলছিটির সাংবাদিক খলিলুর রহমান। সাংহতি প্রকাশ করেছেন ঝালকাঠি থেকে প্রকাশিত দৈনিক অজানা বার্তার সম্পাদক এসএমএ রহমান কাজল, জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার সভাপতি ও স্থানীয় দুরযাত্রা’র সম্পাদক জিয়াউল হাসান পলাশ, প্রথম আলো প্রতিনিধি মাহমুদুর রহমান পারভেজ, স্থানীয় গাউছিয়া পত্রিকার সম্পাদক কামরুল ইসলাম বাচ্চু, মাইটিভি প্রতিনিতি বরতক হোসেন মৃধা,দৈনিক শাহনামা প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন, সময়ের বার্তা প্রতিনিধি মো. মনির হোসেন।