মোঃমনির হোসেন ঝালকাঠিঃ
ঝালকাঠিতে বিদ্যুতায়িত হয়ে সজিব হাসান সজল(১৮) নামের এক যুবক মারা গেছে।নিহত সজল পৌর-শহরের কাটপট্টিস্থ কাশেম আলীর ছেলে। ঘটনার বিবরনে জানা যায়,২১ জানুয়ারী পৌর-শহরের মাছ বাজারে সকাল ৯ টার সময় এ ঘটনা ঘটে। নিহতের দুলাভাই’র বরাত দিয়ে জানা গেছে, সকালে মাছ বাজারে তাদের নিজস্ব মাছের আড়তে কাজ করতে ছিল তখন নিজেদের ফ্রিজের তার মাছ বিক্রির করার লোহার বড় পাত্রের সাথে সংযুক্ত থাকায় অসাবধানতা বশতঃ পাত্রটি স্পর্শ করলে সজল তারে জড়িয়ে মাটিতে পরে যায় বৈদ্যুতিক সর্ট খেয়ে দুরে ছিটকে ফেলে দিলে আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত ঝালকাঠি সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত. ঘোষনা করে।ঝালকাঠি সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে , থানা সুত্রে জানা যায়। এ ব্যাপারে ঝালকাঠি সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।