মোঃ মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলার কাঁঠালিয়ায় নাশকতা, জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ সভায় “বাল্যবিবাহ বিরোধী দুরন্ত কাঁঠালিয়ান নেটওয়ার্ক” সদস্যদের মধ্যে গরীব মেধাবী ৯১ ছাত্রীকে বাইসাইকেল বিতরণ করা হয়েছে সেই সাথে উপজেলার বিভিন্ন দুস্থ ও গরীব মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন করেছে উপজেলা প্রশাসন।
কাঠালিয়া উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত নাশকতা, জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভায় “বাল্যবিবাহ বিরোধী দুরন্ত কাঁঠালিয়ান নেটওয়ার্ক” সদস্যদের মধ্যে গরীব, অস্বচ্ছল ছাত্রীদেরকে সাইকেল বিতরন করা হয়। এবং সেই সাথে উপজেলার দুস্থ নারীদের মধ্য শেলাই মেশিন বিতরণ করা হয় এলজি এসপি ও এডিবির অর্থায়নে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪০টি বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে মোট ৯১জন গরীব অস্বচ্ছল ছাত্রীকে বাইসাইকেল দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনের সভাপতিত্বে উক্ত সভায় ঝালকাঠির জেলা প্রশাসক মো: জোহর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে ৯১জন ছাত্রীদেরকে বাইসাইকেল ও দুস্থ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন।
উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.এমাদুল হক মনির, উপজেলা ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান সিকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান উজির সিকদার, কাঠালিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক, ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন খান, প্রধান শিক্ষক মো.হারুন অর রশীদ ও শিক্ষার্থী উম্মে হাবিবা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন