ঝালকাঠি প্রতিনিধি :জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে গত ৫ এপ্রিল রোববার রাতে ঝালকাঠির বাসন্ডা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আ’লীগ নেতা মো. মনিরুজ্জামান মনিরের আগরবাড়ি গ্রামের বাড়িতে তল্লাসী চালায় নির্বাহী ম্যাজিট্রেট (এনডিসি) আহম্মেদ হাসান। এ সময় তার ঘর থেকে আড়াই টন চাল, ৪৮ টি নুরজাহান ব্রান্ডের নতুন প্লাষ্টিক বস্তা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সম্বলীত ৭ টি চটের সরকারী চালের খালী বস্তা জব্দ করা হয়। এসময় ইউপি মেম্বার মনির বাড়িতে ছিলেন না। পরবর্তীতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কে প্রধান করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রশাসক। তদন্ত শেষে চাল কেলেঙ্কারির প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি। এদিকে ইউপি সদস্য মনির নিজেকে নির্দোষ দাবী করে জেলা খাদ্য গুদামের একটি কাগজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে বলেন, ইহা ত্রানের চাল নয়। এই চালের মালিক সে নিজেই। মরির জানায়, সে এমপি আমির হোসেন আমুর নামে এলাকায় বিতরণ করবেন বলে তিনি এ চাল ক্রয় করেছেন। কিন্তু তদন্ত কমিটি তাদের অনুসন্ধান শেষে প্রতিবেদনে উল্লেখ করেছেন যে, ইহা সরকারী চাল। এবং কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের চাল। এদিকে আ’লীগ নেতা প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান একটি (ডিইউ) কাগজ সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপন করে বলেছেন এই চাল ২০১৯ সনের জুন মাসে জেলা খাদ্য গোডাউন থেকে সে ছাড়িয়েছে। কিন্ত তদন্ত কমিটি বলছেন ঐ কাগজের সত্যতা থাকলেও এই চাল সরকারী, ইহা ৮ মাস মেম্বারের হেফাজতে থাকতে পারেনা। ১৩ এপ্রিল বিকেলে সরকারী চাল আত্মসাতের অভিযোগে ইউপি সদস্য মনির এর বিরুদ্ধে নিয়মিত মামলা দ্বায়ের করার জন্য নির্দেশ দেন জেলা প্রশাসক মো. জেহর আলী। এ নির্দেশের পরের দিন ১৪ এপ্রিল মঙ্গলবার রাতে কাবিখা’র প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোজাম্মেল হক বাদী হয়ে ঝালকাঠি থানায় একটি এজাহার দাখিল করেন। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ‘দেশ’কে বলেন, যেহেতু এটা সরকারী সম্পদ আত্মসাতের ঘটনা, সেহেতু এজাহারটি পরবর্তী ব্যাবস্থা গ্রহনের জন্য দুর্নিতী দমন কমিশন (দুদক) এর বরিশাল কার্যালয়ে প্রেরন করে দিচ্ছি। এদিকে আ’লীগ নেতা মনিরুজ্জামান মনিরের দাবী সে সরযন্ত্রের শিকার হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *