মোঃ মনির হোসেন ঝালকাঠি :
ঝালকাঠির সদরের টিসিবির ২৫জন ডিলারদের নিয়ে সদর ইউএনও এর কার্যালয়ে রবিবার বিকেল ৪টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা সাবেকুন্নাহার। আগামী ১৫ই মার্চ সারাদেশের ন্যায় ঝালকাঠি পৌর এলাকার ২ নং ওয়ার্ডের ৩/৪ শত উপকারভোগী সাধারণ মানুষের মাঝে কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ করা হবে।
পর্যায়ক্রমে ঝালকাঠির সদরে মোট ১৫হাজার ৮০৮ সুবিধাভোগী পরিবার কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য ক্রয় করতে পারবেন।
সভাপতি নিবার্হী কর্মকর্তা সাবেকুন্নাহার বলেন ঝালকাঠি সদরে সুবিধা ভোগীদের মাঝে আগামী ১৫ই মার্চ থেকে সরকার নির্ধারিত মূল্যে ২কেজি চিনি,২কেজি মুসর ডাল ,২লিটার সোয়াবিন তৈল ডিলারদের মাধ্যমে বিক্রয় করা হবে। ডিলারদের বলেন আপনারা অবশ্যই যার কার্ড তার কাছে পণ্য বিক্রি করবেন । একজনের কার্ড অন্য একজন নিয়ে আসলেন তাদের কাছে টিসিবির পণ্য বিক্রি করিবেন না। আপনারা সরকারি নির্দেশনা মোতাবেক টিসিবির পণ্য বিক্রি করবেন। সরকারি নির্দেশনা অমান্য করলে আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকার রমজান উপলক্ষে ভর্তুকি দিয়ে উপকারভোগী মানুষের মাঝে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রয় করেন। আপনারা সুবিধাভোগী পরিবারের কার্ডের স্বাক্ষর করে মালামাল দিবেন পাশাপাশি আপনারা সুবিধাভোগী পরিবারের স্বাক্ষর রেখে দেবেন। কার্ড ছাড়া কোন মাল বিক্রয় করা যাবেনা।