ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির নলছিটি পৌরসভার নান্দিকাঠী গ্রামের বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।
তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেছেন নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও নলছিটি সাংবাদিক নেতৃবৃন্দ।
৪ জানুয়ারি শনিবার সকাল ১০টায় নলছিটি উপজেলার নান্দিকাঠি গ্রামের নিজ বাড়িতে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সাখাওয়াত হোসেন, নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাখাওয়াত হোসেন পিপিএম ও নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম দুলাল চৌধুরীর নেতৃত্বে নলছিটি থানা পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধার জানাযায় অংশগ্রহণ করেন মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ সহ সর্বস্তরের মানুষ।