ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ঝটিকা অভিযানে রিংকু বেকারির প্রদিপ দাশকে ১০ হাজার টাকা ও দুজন মোটর সাইকেল চালককে ৮০০টাকা করে জরিমানা আদায় করেন। রবিবার বিকাল ৫ টার সময় পৌর-শহরের পুর্বচাদকাঠিস্থ রিংকু বেকারিতে নির্বাহি ম্যাজিস্ট্রে শামিম কিবরিয়া ও মোসাম্মত তহমিনা আফরিনের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে রিংকু বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে ও কাপড়ের রং মিশিয়ে খাবার তৈরির অপরাধে, ভোক্তা অধীকার সংরক্ষন আইন ২০০৯/৫৩ ধারায়, বেকারি মালিক পরিমল দাশ অনুপস্থিত থাকায় তার জামাতা একই এলাকার কালী দাশের পুত্র প্রদিপ দাশকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। জব্দকৃত অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার সুগন্ধা নদীর তীরে ঝালকাঠি পৌর-মিনি পার্কে জনসম্মুখে সুগন্ধা নদীতে ফেলে দেন। এ সময় পৌর-মিনি পার্কের রাস্তায় অবৈধভাবে মোটরসাইকেল পার্কিং করার অপরাধে চালক মো. সোহাগ মল্লিককে ৫০০টাকা এবং মো. জহিরুল ইসলাম কে ৩০০টাকা জরিমানা আদায় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন