ঝালকাঠি প্রতিনিধি:
মা ইলিশ সংরক্ষণ অভিযানে শুক্রবার ২৭শে অক্টোবর সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশালের কোষ গার্ড টিম ও ঝালকাঠি মৎস্য বিভাগের যৌথ অভিযান বিষ খালি নদী থেকে ৫০০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
জব্দকৃত অবৈধ কারেন্ট জাল গুলো সুগন্ধা নদীর কিনারায় পুড়িয়ে ফেলা হয়।
এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় বলেন আজ থেকে মা ইলিশ রক্ষার অভিযানে বরিশালের কোস্ট গার্ডের একটি টিম আমাদের সাথে অভিযান চালিয়ে যাচ্ছে।
আমাদের টের পেয়ে জেলেরা নদীতে জাল ফেলে পালিয়ে গিয়েছে। জব্দকৃত জালের মূল্য প্রায় এক লক্ষ টাকা। নদীতে এখন মাছ কমে গিয়েছে জালে দশ-বারোটা জীবন্ত মাছ পেয়েছি সেই মাছ গুলি আমরা নদীতে অবমুক্ত করে দেই।২৪ ঘন্টা আমাদের অভিযান অব্যাহত থাকবে।