ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির রাজাপুরে জাঙ্গালিয়া নদীর তীরে উপজেলা সদর সংলগ্ন অংশে অবৈধ দখলদারদের উচ্ছেদে প্রথম দফায় অভিযানে নেমেছে কর্তৃপক্ষ। সোমবার (০২ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মো: সোহাগ হাওলাদারের নেতৃত্বে সমন্বিত ভাবে নদী দখল করে গড়ে ওঠা পাকা আবাসিক ও বানিজ্যিক ভবন সহ মোট ২৯ টি স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে নদী উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। অভিযানের শুরুতে উপজেলা প্রশাসনের নিযুক্ত জন দশেক শ্রমিক হাতুরি দিয়ে চিহ্নিত এলাকা ঠিক রেখে অবৈধ স্থাপনা ভাঙ্গতে শুরু করে। এসময় দখলদাররা তাদের স্থাপনা স্ব উদ্যোগে সরিয়ে নিতে থাকে। সেচ্ছায় স্থাপনা সরিয়ে নেওয়া ইতিবাচক হিসাবে দেখছে প্রশাসন। আর এ কারনে উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রাখতে অনেককেই সময় বেধে দিয়েছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট। নদীর দুই পারে প্রথম পর্যায়ে ৪শত মিটারের মধ্যে এই ২৯ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে এবং ধারাবাহিক ভাবে অবৈধ দখলদারদের হাত থেকে নদী উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।