ঝালকাঠী প্রতিনিধিঃ
ঝালকাঠি বিকাশ ডিস্ট্রিবিউটর অফিসের জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোর নগদ ২৭ হাজার ১শত টাকা ও সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে যায়। গত শনিবার (১৩ জানুয়ারি) দিনগত রাতে পৌর –শহরের ডাক্তার পট্টি রোডস্থ বিকাশ ডিস্ট্রিবিউটর অফিসে এ চুরি’র ঘটনা ঘটে। বিকাশ অফিস সূত্রে জানা গেছে, ঝালকাঠি সদরের ডাক্তার পট্টি রোডস্থ ছত্তার টাওয়ারের ৩য় তলায় বিকাশ ডিস্ট্রিবিউটর কার্যালয় প্রতিদিনের ন্যায় শনিবার সন্ধ্যায় অফিস কার্যক্রম শেষে অফিস বন্ধ করে কর্মকর্তারা চলে যায়। পরদিন রোববার সকাল ৮টা ৩০ মিনিটের সময় অফিস খুলে অফিস পিয়ন দুলাল মালী দেখতে পান যে, অফিসের কাগজপত্র এলোমেলো ও ভোল্ট ভাঙ্গা অবস্থায় পরে আছে।ভোল্ট ভাঙ্গা অবস্থায় দেখতে পেয়ে অফিস পিয়ন হাউজের কর্মকর্তা মাহবুবুর রহমান (লিটু) ও সমির চক্রবর্তীকে চুরি’র বিষয়টি অবহিত করেন। তারা খবর পেয়ে অফিসে এসে ভোল্ট ও ৩টি ড্রয়ারের তালা ভাঙ্গা দেখতে পেয়ে নগদ অর্থ চুরির বিষয়টি নিশ্চিত হন। এতে নগত ২৭ হাজার ১০০ শত টাকা ও অফিসের প্রয়োজনীয় কাগজ-পত্র নষ্ট করে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন অফিস কতৃপক্ষ। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তারা। খবর পেয়ে ঘটনাস্থাল পরিদর্শন করেছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত মো. তাজুল ইসলাম ও উপ-পরির্দশক মো. সরোয়ার হোসেন। উলেখ্য, এর পূর্বেও ঝালকাঠির ছত্রকান্দা থেকে বিকাশ ডিস্ট্রিবিউট অফিসের ২৭লক্ষ টাকা ছিনতাই হয়েছিল।