ঝালকাঠী প্রতিনিধিঃ

ঝালকাঠি ডিবি পুলিশের হাতে ১০ পিচ ইয়াবাসহ মোটরসাইকেল মেকানিক মাহাবুব(২০) আটক।আটকৃত মাহবুব ঝালকাঠি জেলার নলছিঠি উপজেলার পাওতা গ্রামের আ:মালেক বেপারীর ছেলে। সে দির্ঘদীন যাবৎ ঝালকাঠি ব্রাকমোড়ে মোটরসাইকেল মেরামতের ব্যাবসার আড়ালে ইয়াবার ব্যাবসা চালিয়ে আসছিল ডিবি সুত্রে জানা যায়। ডিবি সুত্রে আরও জানা যায়,শুক্্রবার দুপুর ১২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযানে ঝালকাঠী ব্রাক মোড়ের মেসার্স খান এন্টার প্রাইজ মটর গাড়ির মেরামতের দোকান থেকে ১০পিচ ইয়াবাসহ আটক করে।এ বিষয়ে ডিবি ওসি জানান, এ ব্যাপারে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন