ঝালকাঠী প্রতিনিধিঃ
ঝালকাঠী নলছিটিতে মঙ্গলবার বিকেল ৩ টা ৩০ মিনিটের দিকে ইয়াবা ট্যাবলেটসহ রিয়াজ রহমান নামে এক যুবককে আটক করা হয়েছে,থানাসূত্রে জানা যায় দপদিপয়ায় দায়িত্বরত নলছিটি থানার এ এস আই মোঃজসিম উদ্দিন সন্দেহজনক গতিবিধির কারনে একটি মোটরসাইকেলের পিছু নেন।মোটরসাইকেলটি নলছিটির মল্লিকপুর নামক স্থানে পৌঁছালে মটরসাইকেলটির গতিরোধ করেন,এসময় মোটরসাইকেলে যাত্রীবেশে থাকা রিয়াজ রহমানের কাছে থাকা কলেজ ব্যাগ থেকে ৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় তার বাড়ি বাখেরগঞ্জ উপজেলার চরাদি গ্রামে।তার বাবার নাম মোঃ হারুন হাওলাদার, সে নলছিটির মালিপুরে চলমান মেলায় একটি স্টল নিয়ে কসমেটিক’স এর মালামাল বিক্রি করতো। আটককৃত’র বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন