মো:মনির হোসেন,ঝালকাঠি: আসন্ন ঈদুল আযহা উপলক্ষে লঞ্চ-বাস মালিক,গরু হাট ইজারাদার ও শ্রমিক নেতৃবৃন্দে’র সাথে আইন সৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মো: জোবায়েদুর রহমান’র সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো: শাহ আলম, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার,অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহাঙ্গির আলম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)এম এম মাহমুদ হাসান (পিপিএম সেবা),সদর থানা অফিসার ইন চার্জ সোনিত কুমার গাইন, নলছিটি থানা অফিসার ইনচার্জ সাখয়াত হোসেন, রাজাপুর থানা অফিসার ইনচার্জ শামছুল আরোফিন,কাঠালিয়া থানা ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম, ঝালকাঠি বাস মালিক সমিতি’র সাধারন সম্পাদক মিলন মাহমুদ বাচ্চু,পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা রেজাউল করিম জাকির(জিএস জাকির), শ্রমিক নেতা বাহাদুর চৌধুরি, মো:মজিবর রহমান,ইজারাদার বিপ্লব, ভৈরবপাশা হাট ইজারাদার হালিম প্রমুখ। সভায় জেলার আইনসৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সিসি ফুটেজ স্থাপনের উপর জোর দেন পুলিশ সুপার মো:জোবায়েদুর রহমান, তিনি জানান যানবাহনের সঠিক কাগজপত্র সাথে নিয়ে যাত্রীসেবা নিশ্চিত করতে পরামর্শ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *