1

এইচ,এম ইমরান, শৈলকুপা (ঝিনাইদহ) থেকে :
“পুলিশই-জনতা-জনতাই পুলিশ” এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় কমিউনিটি পুলিশিং এর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শৈলকুপা থানার আয়োজনে থানা ক্যাম্পাসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুলিশ জনগনের সেবক। কমিউনিটি পুলিশকে সাথে নিয়ে উপজেলাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করা হবে। ধর্ম যার যার উৎসব সবার। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়েরও গুরুত্বপুর্ণ ভুমিকা আশা করেন তিনি।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন ও পৌর মেয়র কাজী আশরাফুল আজম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু প্রমুখ।
সমাবেশ পরিচালনা করেন শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম ও তদন্ত ওসি শাহজাহান সিরাজ। উপস্থাপনা করেন এস,আই আতিয়ার রহমান।
এ সময় উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, পৌরসভার সকল কাউন্সিলর ও পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ কয়েক শতাধিক বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন