এইচ.এম ইমরান, ঝিনাইদহ থেকে :
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার চাঁদপাড়া গ্রাম থেকে রোববার বিকালে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে সাদা পোশাকের লোকজন হাফেজ গোলাম মোস্তফা নামে এক শিক্ষককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
তিনি বলাবাড়িয়া মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে অবিযোগ করা হয়েছে রোববার বিকালে সাদা পোশাকের অস্ত্রধারী লোকজন মটরসাইকেল যোগে চাঁদপাড়া গ্রামে এসে গোলাম মোস্তফাকে উঠিয়ে নিয়ে যায়।
এ ঘটনার পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার ওসি আহম্মেদ কবীর জানান, তাদের কোন লোক চাঁদপাড়া গ্রাম থেকে গোলাম মোস্তফা নামে কাওকে নিয়ে আসেনি। তিনি জানান তার এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন।