নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি।।
ঠাকুরগাঁও সদর উপজেলা ও পৌর শাখার আয়োজনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে উদ্বোধক জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো’র নেতৃত্বে অতিথিবৃন্দ জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এ সম্মেলনের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জেলা সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনামের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আলোচনা সভা শুরু হয়।
সভায় সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মুজাহিদুর রহমান শুভ’র সভাপতিত্বে
বক্তব্য দেন, প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির
ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাহুল হোসেন সাচ্চু, সম্মানিত অতিথি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ,কে,এম আফজালুর রহমান বাবু, বিশেষ অতিথি স্বেচ্ছাসেবক লীগের
কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শামীম শাহরিয়ার, সহ-সভাপতি কৃষিবিদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা.আলী আবরার, ঠাকুরগাঁও সদর উপজেলার চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান হাসান পান্না, সাধারন সম্পাদক নুর ইসলাম তালাশসহ রানীশংকৈল উপজেলার স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী, জেলা ও উপজেলার আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের (সম্মেলন প্রস্তুত কমিটির) সদস্য সচিব আব্দুল ওয়াফু তপু।