ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
“সন্ত্রাস নয়, শান্তি চাই, শঙ্কামূক্ত জীবন চাই” এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও সরকারি কলেজ সহ বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি করেছে।জঙ্গিবাদ রুখে দেওয়ার প্রত্যয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এবং হাতে হাত রেখে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ও সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়।
ঠাকুরগাঁও সরকারী কলেজ,সরকারি মহিলা কলেজ,ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, সালন্দর ইসলামি কামিল মাদ্রাসা, রিভারভিউ উচ্চ বিদ্যালয়, সালন্দর ডিগ্রি কলেজ, আবুল হোসেন ডিগ্রি কলেজ,রুহিয়া উচ্চ বিদ্যালয়,পুরাতন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,রুহিয়া ছালেহীয়া ফাজিল মাদরাসা,গড়েয়া ফাজিল মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম রহমান কিবরিয়া, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতারুজ্জামান সাবু, গড়েয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সোলেয়মান আলী, উত্তর হরিহরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আনারুল ইসলাম, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ।
এসময় বক্তারা বলেন, দেশের যুব সমাজকে রক্ষা করতে আজকে আমাদের এই মানববন্ধন। এছাড়া কুচক্রিদের দেখানো পথ থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে। তাই শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সজাগ হওয়ার আহ্বান জানানো হয়।