নুরে আলম শাহ , ঠাকুরগাঁও প্রতিনিধি:
রবিবার (২২ অক্টোবর)ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাধীন ৫ নং বালিয়া ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব পূজা মন্ডপ পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলায়েত হোসেন।
গত শনিবার রাতে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন তিনি।
এসময় তিনি পূজা উদযাপন কমিটির সদস্যদের শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপন কমিটির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
এসময় বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে গত শুক্রবার রাতে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান।
পরিদর্শন কালে তিনি শারদীয় দুর্গোৎসব পূজায় আগত ভক্তবৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
সাম্প্রদায়িক সস্পৃতি বজায় রেখে সকলে মিলে উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে সনাতন ধর্মালম্বীরা দুর্গোৎসব পালন করছে। এ উৎসবে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি পূজামন্ডপে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন ।
সেইসাথে পূজা মন্ডপে আগত শিশুদের লেখাপড়ার বিষয়ে খোঁজ নেন তিনি।