বিজয় রায় ,রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলা প্রেসক্লাবে মোহনা টেলিভিশনের দশম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার ১১ নভেম্বর সকাল ১০টায় প্রেসক্লাব চত্তর থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে এসে র্যালীটি শেষ হয়ে আলোচনা সভা ও কেক কেটে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সুচনা করা হয়।
রানীশংকৈল প্রেসক্লাব সভাপতি ও মোহনা টেলিভিশনের রানীশংকৈল উপজেলা প্রতিনিধি মোঃ ফারুক আহাম্মদ সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীশংকৈল ডিগ্রী কলেজের অধ্যক্ষ তাজুল ইসলাম, আনিসুর রহমান বাকি, ছবিকান্ত দেব, আবুল কালাম আজাদ, বিজয় রায়, আনোয়ার হোসেন জীবন, আনোয়ার হোসেন আকাশ, মাসুদ রানা পলক, বকুল মুজুমদার, সবুজ ইসলাম, নাজমুল হোসেন, জাকারিয়া হাবিব ডন, মানিক চন্দ্র গোস্বামী, আব্দুস সামাদ, একরামুল, খালেদ মাহমুদ সুজন, মোঃ মোস্তফা আলমসহ রানীশংকৈল প্রেসক্লাবের প্রতিটি সদশ্য উপস্থিত ছিলেন।
এ সময় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তারা মোহনা টিভির সফলতা কামনা করেন।