ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে “বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের আর্থিক সহায়তা প্রাপ্তির লক্ষ্যে রেইজ প্রকল্পের ভুমিকা” শীর্ষক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল রোববার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা ও সেমিনারের আয়োজন করা হয়। প্রতিপাদ্য বিষয় ছিল, “প্রত্যাগত অভিবাসী ফিরে এলেও পাশে আছি”।

জেলা প্রশাসন ও ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাস্তবায়নে আলোচনা সভায় জেলা প্রশাসক ইসরাত ফারজানার সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও পরিচালক (অর্থ ও কল্যাণ) মোঃ গিয়াস উদ্দিন, বিশেষ অতিথি পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম), ওয়েল ফেয়ার সেন্টারের সহকারী পরিচালক (ঠাকুরগাঁও) মোঃ আতাউর রহমান, কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান, মোঃ কামাল হোসেন, আব্দুর রব প্রমুখ।

পরক্ষনেই জেলা প্রশাসন ও লালমনিরহাট ও ওয়েলফেয়ার সেন্টার, রংপুরের আোয়জনে “বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুন: একত্রীকরণে রেইজ প্রকল্পের ভুমিকা” শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। উভয় অনুষ্ঠান সঞ্চালনা করেন ঠাকুরগাঁও ওয়েল ফেয়ার সেন্টারের কাউন্সিলর মোঃ মোর্শেদুল আলম।

আলোচনা সভায় বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের আর্থিক সহায়তা প্রাপ্তির জন্য “রেইজ প্রকল্পের ভূমিকা” বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা করা হয়। এক্ষেত্রে বিদেশ ফেরত কর্মীদের বিভিন্ন চিকিৎসা সেবা, আইনি সহায়তা ও লিগ্যাল সেলে সেবা, প্রবাসী কল্যান ব্যাংক স্থাপনে সহায়তা, শ্রম কল্যান উইংয়ের সহায়তা, বিদেশে সেফ হোম পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপুর্ন বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে আয়োজনকারী প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন সরকরি-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *