ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ে “ডিজিটাল উদ্ভাবনী মেলা-২২”উদ্বোধন করা হয়। গতকাল মঙ্গলবার সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ প্রাঙ্গনে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে জেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন ডা: নুর
নেওয়াজ আহমেদ, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দীন আল আজাদ, জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, মাহাবুবুর রহমান খোকন প্রমুখ। মেলায় বিভিন্ন উদ্ভাবনী বিষয়ে সরকারি, বেসরকারী দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোট ৪৫টি স্টল রয়েছে। উদ্বোধনী আলোচনা সভা শেষে
স্টলসমূহ ঘুরে দেখেন অতিথিরা।