মো জহুরুল ইসলাম ডিমলা নীলফামারী প্রতিনিধি।
এই বিশ্বের মুক্তির পাথেয় হিসাবে প্রমাণিত পবিত্র কোরআন সমাজের মাঝে প্রচারের লক্ষে মানুষের মাঝে কোরআন শিক্ষা করার জন্যে “তাহফিজুল কোরআন ক্বওমী (হাফেজিয়া) মাদ্রাসার” উদ্বোধন করা হয়।
মাদরাসা টি নীলফামারী ডিমলা উপজেলার অন্তর্ভুক্ত খালিশা চাপানী ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ছোটখাতা ফাজিল মাদ্রাসার আওতাভুক্ত।
মাদরাসা টি উদ্বোধন করার সময়
সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন। মাওলানা বজলার রহমান।
উক্ত মাদ্রাসা টির পরিচালক ও অধ্যাক্ষ ছোটখাতা ফাযিল মাদ্রাসা
প্রধান অতিথি হিসাবে আনোয়ারুল ইসালম। বিশিষ্ট শিল্পপতি লালমনিরহাট, বিশেষ অতিথি আতাউর রহমান চেয়ারম্যান ৭ং খালিশা চাপানী ইউপি,বরেণ্য অতিথি শহিদুজ্জামান নব নির্বাচিত চেয়ারম্যান ৭ং খালিশা চাপানী ইউপি।
সার্বিক সহযোগিতায়
ডা: সানোয়ার হোসেন, রংপুর এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার অনেক গণ্যমান্য বাক্তিবর্গ।
বক্তারা বলেন মুসলিম হিসাবে কোরআনের শিক্ষা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ন আমরা আশা করি এই মাদ্রাসার মাধ্যমে আমাদের সন্তানেরা কোরআনের আলোয় আলোকিত হবে।
আমরা এর মাধ্যমে পরকালে নাজাত পেতে পারি।
অনুষ্টানটির আয়োজন করেন ছোটখাতা বহুমূখী ফাজিল মাদ্রাসার পরিচালনা পর্ষদ ও শিক্ষক কর্মচারীবৃন্দ।