ঢাকা অফিসঃ
ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নব নির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর/গ্রহণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) রাজধানীর আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরের তিতাস হল রুমে সমিতির অন্তর্বর্তীকালীন সভাপতি মো. রিয়াজুল কবীরের সভাপতিত্বে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নব নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নব নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
প্রোগ্রামে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এম. হারুনুর রশিদ, বীর প্রতীক (অব:) নব নির্বাচিত কমিটির সভাপতি হিসেবে এবং আজম আলী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কমিটির বাকি সদস্যগণ হলেন সহ সভাপতি মো. জাকির হোসেন, যুগ্ম সম্পাদক মো. আমিনুল হক এবং কোষাধ্যক্ষ এটিএম খুরশিদ আলম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন মো. আবদুর রহিম, মো. আবুল হাছান, মেছবাহ উদ্দিন, খুরশিদা বানু, মো. সাইফুল আলম রতন, মো. জহিরুল করিম এবং মো. বোরহান উদ্দিন সিকদার প্রমুখ। এসময় সমবায় মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।