এজি লাভলু, ঢাকা ব্যুরো চিফ: ০১ নভেম্বর ২০২২ ইং মঙ্গলবার ঢাকা মিরপুর কাজীপাড়াস্থ কৃষিবিদ গ্রুপের বোর্ড রুমে কৃষিবিদ সীড লিমিটেড এবং PUM Netherlands এর পরস্পরের মধ্যে সহায়তা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সহায়তামূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষিবিদ গ্রুপের চেয়ারম্যান এবং যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ম ভাইস চ্যান্সলর ড. রফিকুল ইসলাম সরকার। তিনি তার বক্তব্যে বলেন কৃষিবিদ সীড সবসময়ই ভালো কাজের সাথে থাকবে এবং ভালো কাজগুলো করার জন্য PUM Netherlands এর সহায়তা কামনা করেন।
মত বিনিময় সভায় আলোচনায় উপস্থিত ছিলেন “PUM Netherlands এর Country Coordinator Mr. Lex Knol এবং Project Officer Ms. Mona Conral কৃষিবিদ সীডের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর কৃষিবিদ মোঃ তসলিম রেজা, হেড অব প্রডাকশন কৃষিবিদ মোঃ আব্দুর রউফ, সিনিয়র প্রডাক্ট ম্যানেজার কৃষিবিদ মোঃ ফেরদৌস হাবিব স্বপ্নীল। সীড প্রসেসিং এর ম্যানেজার কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, অপারেশন ম্যানেজার কৃষিবিদ মোঃ মতলুবর রহমান, আরএন্ডডির ইনচার্জ কৃষিবিদ মোঃ আশিকুর রহমান প্রমুখ।