বিশেষ প্রতিনিধি : বরগুনার তালতলী উপজেলার ভাইজোড়া মাদ্রাসার দাখিল পরিক্ষার্থী তালতলী উপজেলা ইসলামী আন্দোলনের সাধারন সম্পাদক আ. মন্নানের ছেলে মনির হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ভালবাসার গল্প নামক একটি আইডিতে ছড়িয়ে দেয়। ভালবাসার গল্প নামক আইডিটার ব্যবহারকারী একই মাদ্রাসার ছাত্র মজিবর গরামীর ছেলে সোহেল। গত ১৮ ফেব্রুয়ারী সোহেলের আইডি হ্যাককরে মনির হোসেন । সোহেলকে ফাসানোর জন্য মনির হোসেন প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ফেসবুগকে ছড়িয়ে দেয়।ঘটনাটি জানতে পেরে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য ১০হাজার টাকা জরিমানা করা হয় মনিরের বাবাকে। তালতলী বন্দরের আল-কারিম মেডিকেলে বসে গত শুক্রবার রাত ৯টার দিকে শালিশ বৈঠক বসানো হয়। শালিশ বৈঠকে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য আ.ছোবাহানের ভাই ইসলামী আন্দোলনের নেতা পান্না আকন ও আল-কারিম ফার্মেসির মালিক মো. জহির হোসেন।আইডির ব্যাবহার কারী সোহেল জানায়, মনির আমার আইডি হ্যাক করে আমাকে বিপদে ফেলতে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ফেসবুকে দিয়েছে। আমার আইডি হ্যাক করার অপরাধে তাকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। শালিশদার পান্না আকন জানান, ঘটনাতো মিমাংসা করে দিয়েছি আর প্রধানমন্ত্রীর বিকৃতছবি ওখান থেকে সড়িয়ে ফেলা হয়েছে। জানা গেছে, তালতলী উপজেলার ছোট ভাইজোড়া গ্রামের বাসিন্দা মনির হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮টি বিকৃত ছবি ফেসবুকে আপলোড দিয়ে ছড়িয়ে দেয়। ভালবাসার গল্প নামক একটি আইডি দিয়ে গত ১৮ ফেব্রুয়ারী ছবিগুলো ছড়িয়ে পরে। তালতলী থানার অফিসার ইনচার্জ কমলেশ জানান, বিষয়টি আমাকে কেহ বলেনি তবে খোজ নিয়ে দেখবো। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম বলেন, আমি তালতলী থানার ওসিকে বলে দিচ্ছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবে।