এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক ও কৃষাণীদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
রবিবার (১৪ নভেম্বর) দুপুরে প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বাসুদেব রায়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, দিনাজপুর বি.এ.আর.আই কৃষি গবেষণা কেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ শামসুল হুদা, কৃষি সম্প্রসারণ অফিসার শাহানা আফরোজ ও কৃষক-কৃষাণীগণ।