ডেস্ক রিপোর্টঃ
অবশেষে গতকাল পদ্মা সেতুর মূল নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্য দিয়ে শেষ হতে চলল দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘ প্রতীক্ষার প্রহর। ভোরের আলো ফোটার অপেক্ষায় এখন গোটা দেশ ও জাতি। দুর্বার গতিতে এগিয়ে চলছে পদ্মা সেতুর স্বপ্নযাত্রা। আর এ স্বপ্নের শুভ সমাপ্তিও আর বেশি দূরে নয়। তিন বছর পরই খুলে যাবে দেশের সর্ববৃহত্ এ সেতু। সেই সঙ্গে দেশের যোগাযোগব্যবস্থা তথা গোটা অর্থনীতিতে ঘটবে এক অবিশ্বাস্য বিপ্লব। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এ সেতু কেবল বৈশ্বিক যোগাযোগকেই সমৃদ্ধ করবে না, রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষকে আবদ্ধ করবে নিবিড় সেতুবন্ধে। রাজধানী মধ্যমণিতে রেখে সহজ হবে দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগ।