তাজিদুল ইসলাম লাল, রংপুর
রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু বলেছেন, দিন দিন জাতির বীর সন্তানদেরকে আমরা হারিয়ে ফেলছি। তাদের প্রতি যত্নশীল হতে হবে। তারা মহান মুক্তিযুদ্ধের সময় অনেক কষ্ট করে আমাদেরকে এই বাংলাদেশ উপহার দিয়েছে। এ কারণে আমরা আজ স্বাধীনভাবে চলতে পারছি। শুক্রবার বিকাল ৫টার দিকে রংপুর নগরীর বুড়িরহাট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা রক্ত দিয়ে দেশের স্বাধীনতা এনেছি এবং মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি। রংপুরে প্রায় ১৪শ জন বীর মুক্তিযোদ্ধা ছিল। এর মধ্যে অনেকে মারা গেছেন। বর্তমানে প্রায় ৭শ জন বীর মুক্তিযোদ্ধা বেঁচে আছেন। যারা বেঁচে আছেন, তারা যেন কোনভাবেই কষ্ট না পায় সেদিকে লক্ষ রাখতে হবে। আমরা আজ যে ভবনের ভিত্তি প্রস্তর করছি। ভবনের কাজ শেষ হলে তারা যেন এখানে এসে বিশ্রাম নিতে পারেন।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রংপুর মহানগর সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামের সঞ্চালনায় বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর মহানগর শাখার উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা ডা. শহিদার রহমানের সভাপতেত্ব বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর মহানগর ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার ও বিশিষ্ট সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, পরশুরাম থানার অফিসার্স ইনচার্জ রবিউল ইসলাম, রংপুর জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি খতিবার রহমান প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা স্মৃতি সংরক্ষণের সভাপতি অজয় সরকার দুলু, সাধারণ সম্পাদক আবু জাকারিয়া জাকির, সাংগঠনিক সম্পাদক শিবেন্দ নাথ বর্মণ, প্রচার সম্পাদক মুন্তাসীর পারভেজ, বুড়িরহাট মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের তপন কুমার ও শামীম চৌধুরী।