কামরুল ইসলাম হৃদয়, চট্টগ্রাম অফিস:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামী। আজ রবিবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্টার প্রফেসর ড. কামরুল হুদা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চবি শিক্ষক আনোয়ার হোসেন গত বছর ১৮ ডিসেম্বর আদালতে আত্মসমর্পন করলে বিজ্ঞ আদালত তাঁকে জেল হাজতে প্রেরন করেন। বিজ্ঞপ্তিতে বলা হয় চবি কর্মচারী (দক্ষতা ও শৃঙ্খলা) ১২ ধারা ১৫(এ) অনুসারে তাকে ১৮-১২-১৭ ইং পূর্বাহ্ন হতে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চাকরী হতে সাময়িক বহিষ্কার করা হলো। এতে আরো উল্লেখ করা হয় তিনি সাময়িক বহিষ্কার থাকাকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী জীবিকা ভাতাদি পাবেন। এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কামরুল হুদার সাথে মুঠোফোন যোগাযোগ করে তাঁকে পাওয়া যায় নি।