কবিতা-
দুঃখ শুনবে মাঝি
কলমে- রিতুনুর
মাঝি ভাই একটু দুঃখ প্রকাশ করতে চাই
নৌকা তোমার ঘাটে বাঁধা আছে,
নিয়ে যাও আমায় দূরে।
তোমার সাথে কইবো কথা
একটু আধটু সুরে
আচ্ছা মাঝি বলতো?
দেশে কি এখন আকাল,
নাকি চলছে মহাকাল।
শান্তি কেন নাই
তবে কেমনে বলতো?
সামনের জয়গান গাই/
এই দেশের বাজারে বিক্রি হচ্ছে ,
আশি টাকায় বেগুন,
কি হবে বিশাল গাছ লাগিয়ে সেগুন।
কি হবে মেগা প্রজেক্ট করে,
যেখানে নুন আনতে পান্তা ফুরায় ঘরে।
খাদ্যের অভাবে কত মানুষ
মরছে ধুকে ধুকে,
আমরা কি আছি বল?
এই দেশে সুখে!!
শক্তি সাহস হারিয়ে যাচ্ছে বুকে।
সকাল হতেই সংসারে টাকা লাগে
হাজার হাজার
শেষ হয়ে যায় করে কাঁচা বাজার।
সব কথা বলবো তোমায় খুলে
নৌকায় থাকবো আজ সারাদিন
দুঃখের কথা ভুলে
আমায় নাও নৌকায় একটু তুলে।