সহিজল ইসলাম, রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের জোয়ানের চর কমিউনিটি ক্লিনিকের পশ্চিম পাশে আমির হামজার পাট ক্ষেত থেকে আজ সোমবার অজ্ঞাত পরিচয়ের গলিত লাশ উদ্ধার করে সানন্দ বাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ।
স্থানীয় সুত্রে জানা গেছে আজ আনুমানিক সকালের দিকে শ্রমিকরা পাট কাটার সময় দুর্গন্ধ পায়, দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বস্তাবন্দী এক গলিত লোকের লাশ দেখতে পায়।
পরে শ্রমিকদের ডাকাডাকিতে স্থানীয়রা এসে বস্তাবন্দী লাশ দেখতে পেয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে খবর পাঠায়।
পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ফাঁড়ি থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান হাবিব।
ওই এলাকার ইউপি সদস্য খাজা মিয়া জানান, গ্রামবাসীর কাছে লাশের কথা শুনে স্পটে গিয়েছিলাম। পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে গেছে বলেও জানান তিনি।
লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে সানান্দবাড়ী থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান হাবিব বলেন,প্রাথমিক ভাবে কোন কিছুই বোঝা যাচ্ছে না লাশের ময়নাতদন্তের পরে সবকিছু বোঝা যাবে।এদিকে পাট ক্ষেত থেকে লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।