thakur-ponchanon-01

দেবিগঞ্জ থেকে ফিরে বিজয় রায় ঃ ঠাকুর পঞ্চানন স্মৃতি সংরক্ষণ ও উন্নয়ন কমিটির উদ্যোগে পঞ্চগড় জেলার দেবিগঞ্জ পেড়ালবাড়িতে প্রতি বারের ন্যায় এবারেও ঐতিহাসিক উপনয়ন দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ১০ ফেব্রুয়ারী ১০৫তম দিবস ছিল এটি। বিভিন্ন জেলার ১৫৪ জন উপনয়ন নেন। বিকাল ৩ টায় বাবু গোরাচাদ অধিকারীর সভাপতিত্বে আলোচনা সভায় বাবু জিবধন বর্ম্মন শুভেচ্ছা বক্তব্য দেন। ঠাকুর পঞ্চানন’র স্মৃতি ফলক উম্মোচনের উদ্বোধক জেলা পরিষদ চেয়ারম্যান হাজি মোঃ আমানুল্লাহ বাচ্চুকে সংবর্ধনা দেওয়া হয়। তিনি উন্নয়ন কাজে ৫ লক্ষ টাকা অনুদান দেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তালিরঞ্জন বর্ম্মন অতিরিক্ত সচিব (অবঃ), বিশেষ অতিথি ছিলেন নারায়ন চন্দ্র বর্ম্মন যুগ্ম সচিব, অমল কৃষ্ণ মন্ডল জেলা প্রশাসক পঞ্চগড়, হিরালাল রায় জেলা রেজিষ্ট্রার বগুড়া। আরো উপস্থিত ছিলেন অতিশচন্দ্র ভৌমিক হিন্দু কল্যাণ ট্রাষ্ট বোর্ডের সদস্য, এ্যাডভোকেট অতুল চন্দ্র রায়, গোপেষ চন্দ্র রয়, গোপেন চন্দ্র রায়, বুদ্ধিনাথ মনিসংকর রায় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন