এম.এম.এ.জিন্নাহ্ দেবীগঞ্জ(পঞ্চগড়) প্রতিনিধি ঃ
শারদীয় দূর্গোউৎসব নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে সেচ্ছাসেবকদের সাথে বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় আজ ( ৩০-০৯-২৪) সোমবার দুপুরে দেবীগঞ্জ বিজয়চত্তরে।
দেবীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ বক্তব্য দেন ।
এসময় উপস্থিত ছিলেন গনি বসুনিয়া,হ্যাপি,আনারুল, শাজাহান, সোহেল,আসাদুজ্জামান সুমন, রাজু রানা প্রমুখ।
দুর্গাপূজার আয়োজন নিয়ে প্রধান অতিথি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পঞ্চগড় জেলার হিন্দু ভাইয়েরা সুন্দর ও সুষ্ঠুভাবে দুর্গোৎসব পালন করতে পারে সে ব্যাপারে জেলা বিএনপির সকল সদস্য ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করবেন। যাতে দুর্গাপূজা পালনে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে আমরা সবাই সজাগ থাকবো।