এস,এন আকাশ দিনাজপুর থেকেঃ
দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেছেন, জ্ঞান অর্জন ও দক্ষতাই পারে দেশকে দারিদ্রমুক্ত জাতি হিসেবে গড়তে। অভিভাবক শিক্ষক আর শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় ঘটলেই শিক্ষিত জাতি গড়া সম্ভব হবে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সু-শিক্ষায় শিক্ষিত হয়ে যোগ্য মানুষ রূপে আর্ত-মানবতার সেবায় নিজেদের উৎসর্গ করবে এই প্রত্যয়ের বীজ তোমাদের মাঝে অঙ্করিত হউক। শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার স্বপ্ন দেখার পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের নিয়ে স্বপ্ন দেখতে হবে এবং সচেতন হতে হবে।
গতকাল শনিবার বিরল উপজেলার পূনর্ভবা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ প্রাঙ্গনে কলেজের ২০১৬ সালের এইচএসসি (বিএম) শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। কালেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, বিরল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল খায়রুম ও ২নং ফরাক্কাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ইসাহাক আলী। স্বাগত বক্তব্য রাখেন পূনর্ভবা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোঃ আবু বক্কর সিদ্দিক। কলেজের ব্যবস্থাপনা কমিটির পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ আব্দুস সামাদ। বিদায়ী ছাত্র-ছাত্রীদের জন্য মানপত্র পাঠ করেন একাদর্শ শ্রেণীর ছাত্রী অঙ্কন রানী রায়। বিএম বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন রতন শর্মা। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাবিনা ইয়াসমিন। সভাপতির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ নুরুল ইসলাম বলেন, সাফল্যের পথ যত দূর্গম হক না কেন তোমাদের অবিচল নিষ্ঠা ও কর্মোদ্দম সকল অবাঞ্চিত বাধাকে তুচ্ছ করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে সাহায্য করবে।