মো: নাজমুল হুদা মানিক,ময়মনসিংহ থেকে ॥
ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেছেন, ধোবাউড়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, বাঘবের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এয়াকুব আলী খান ছিলেন আজীবন আওয়ামীলীগের নিবেদিত প্রান। তিনি সারা জীবন আওয়ামীলীগের জন্য প্রানপনে কাজ করে গেছেন। জীবনে কখনো আওয়ামীলীগের সাথে বেইমানী করেননি। বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব আলীর মৃত্যুতে ধোবাউড়া আওয়ামীলীগের অপুরনীয় ক্ষতি হয়েছে। ধোবাউড়া উপজেলার মুন্সীরহাট স্কুল মাঠে নামাজে জানাযার পুর্বে তিনি একথা বলেন। ধোবাউড়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, বাঘবের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এয়াকুব আলী খানের নামাজে জানাযা ১৩ ডিসেম্বর বিকাল ৩ টা ৪০ মিনিটে মুন্সীরহাট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। ধোবাউড়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এয়াকুব আলী খানের নামাজে জানাযায় হাজার হাজার নেতা কর্মী ও মুসুল্লীদেন অংশ গ্রহন করে। নামাজে জানাযার পূর্বে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। জানাযার পূর্বে ধোবাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুলের উপস্থাপনায় বক্তব্য রাখেন হালুয়াঘাট-ধোবাউড়া নির্বাচনী এলাকার সংসদ সদস্য মিঃ জুয়েল আরেং, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান, হালুয়াঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর, ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মদ মোল্লা প্রমুখ। এ সময় ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এম এ কুদ্দুছ, শওকত জাহান মুকুল, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফকরুল, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর বাশার ভাষানী, সম্মানিত সদস্য শাহ কুতুব চৌধুরী, ধোবাউড়া উপাজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজনু মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান সহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন