বিশেষ প্রতিনিধি: চট্রগ্রাম থেকে
চট্টগ্রাম নগরীর ৯ নং ওয়ার্ড আকবর শাহ থানাস্থ জিয়ানগর এলাকায় বিলের পানিতে হাতড়ে মাছ ধরছিলেন স্থানীয় একজন। পানির ভেতরে শোল মাছ ভেবে আস্ত একটি অজগর সাপ চেপে ধরে ওই লোক। নড়াচড়া দিয়ে উঠার পর সাপটিকে দেখে চিৎকার করে উঠেন তিনি। খবর পেয়ে আশপাশের কয়েকজন এসে মশারি ভেতরে কৌশলে পুরে নেন অজগর সাপটিকে।
বৃহস্পতিবার (১০ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে অজগর সাপটিকে উদ্ধার করে চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করেছে।
আকবর শাহ থানার উপ-পরিদর্শক (এসআই) নূরুল আবসার কপোতাক্ষ নিউজ ২৪ কে বলেন, জিয়ানগরের কলাবাগান এলাকায় বিলের মধ্যে সামান্য পানি ছিল। সেখানে হাতড়ে মাছ ধরছিল স্থানীয় এক লোক। পানির মধ্যে সামান্য নড়াচড়া দেখে সে ভেবেছিল শোল মাছ। সে তাড়াতাড়ি গিয়ে সেটাকে চেপে ধরে।
‘এসময় অজগরটি ছাড়া পাওয়ার জন্য আরও জোরে নড়াচড়া শুরু করলে সে ভয় পেয়ে যায়। বিলের মধ্যে আরও কয়েকজন মাছ ধরছিল। চিৎকার শুনে ৫-৬ জন দৌড়ে যায়। তারা অজগরটি এসময় বারবার মাথা তোলার চেষ্টা করছিল। তারা একটি মশারি জোগাড় করে প্রথমে অজগরের মাথা কৌশলে সেটির ভেতরে ঢুকিয়ে ফেলে। তারপর সেটিকে ডাঙায় তুলে আনে। ‘
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রথমে একটি খাঁচা সংগ্রহ করে অজগরটিকে সেখানে ঢোকাই। কিন্তু ছিদ্র বড় হওয়ায় সেটি বারবার মাথা বের করে দেয়। এতে স্থানীয়রা ভয় পেয়ে সেটি ফেলে চলে যায়। এরপর একটা ভ্যানগাড়ি এনে খাঁচাসহ তুলে চিড়িয়াখানায় নিয়ে যায়।
স্থানীয়দের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, পাহাড় থেকে খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে এসে পড়েছিল। লম্বায় এটি প্রায় ৮ ফুট।