ঢালিউড সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি নতুন তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। তিনটি সিনেমাতেই মাহির বিপরীতে রয়েছেন চিত্রনায়ক সায়মন সাদিক। সিনেমাগুলো প্রযোজনা করবে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।
সোমবার চিত্রনায়ক সায়মন সাদিকের ফেসবুক স্ট্যাটাস সূত্রে জানা গেছে, পরিচালক শাহীন সুমনের ‘গ্যাংস্টার’, শামীম আহমেদ রনির ‘লাইভ’ এবং ‘নরসুন্দরী’ সিনেমায় দেখা যাবে মাহি-সায়মন জুটিকে।
তন্মধ্যে ২৭ জানুয়ারি থেকে ‘লাইভ’ সিনেমার শুটিং শুর হবে। ফেব্রুয়ারিতে শুরু হবে ‘গ্যাংস্টার’ আর মার্চে শুরু হবে ‘নরসুন্দরী’ সিনেমার কাজ।”
মাহি-সায়মন জুটি এর আগে ‘আনন্দ অশ্রু’ সিনেমায় একসঙ্গে জুটি বেধেছিলেন। আর সর্বশেষ মাহিয়া মাহিকে শাকিব খানের বিপরীতে ‘নবাব এলএলবি’ সিনেমায় দেখা গিয়েছে।