মোঃমনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের চরকাঠী ও ভাটারাকান্দা এলাকায় গত ১০ই অক্টোবর গভীর রাতে দুই গ্রামের ১০টি পরিবার নদীগর্ভে বিলিন হয় ও আরো দুই শতাধিক পরিবার বিশখালী নদীর গ্রাসের মুখে থাকায় এলাকাবাসী এর প্রতিরোধ ও পূর্নবাসনের দাবীতে মানববন্ধন করেছে।

শনিবার (২৬শে অক্টোবর) সকাল ১০ টায় ভাটারাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারের সামনে এ মানববন্ধন করে এলাকাবাসী।

মানববন্ধানে বক্তব্য রাখেন জেলা যুব-মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পিনু আক্তার নদী ও স্থানীয় ইউপি সদস্য মোঃ আলতাফ হোসেন।

নদী ভাঙ্গনে সর্বস্ব বিলীণহওয়া ভুক্তভোগী জায়দা বেগম জানান, আমার শেষ সম্ভলটুকু বিশখালী নদীর গর্ভে বিলিন হয়ে যাওয়ার পরে আমি চরকাঠী ও ভাটারাকান্দা সাইক্লোন সেন্টারে স্বপরিবারে উঠেছি। আমার মতো নদীর গর্ভেবিলিণ আরো কিছু পরিবার এখানে আশ্রায়ে আছে।

এলাকাবাসী মানববন্ধনে সংশ্লিষ্ঠ কর্তিপক্ষের প্রতি নদী ভাঙ্গন প্রতিরোধ ও পূর্নবাসন করার দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন