ঝালকাঠি প্রতিনিধি
:ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নির্বাচনী কার্যালয় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে বারোটায় টায় দিকে পৌরসভার ৬ নং ওয়ার্ডের তালতলা রাস্তার মোড় খাজুরিয়া গ্রামের আওয়ামী লীগের এ কার্যালয় অগ্নিসংযোগ ও নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াহেদ খানের পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের বিষয়ে পাশ্ববর্তী দোকানদার মোঃ বেলাল হোসেন (মান্নু) জানান, প্রতিরাতের মতো গতরাতেও আমি দোকান বন্ধ করে বাসা থেকে খেয়ে আবার দোকানে ঘুমাতে আসি তখন রাত আনুমানিক সাড়ে বারোটা। এমতাবস্থায় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় আগুন জ্বালাতে দেখে ডাক-চিৎকার করলে পাশ্ববর্তী দোকানদার ও এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই আগুন নিয়ন্ত্রণে আসে।
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুল ওয়াহেদ খাঁন বলেন, আমার নির্বাচনী প্রতিপক্ষরা ভোটের মাঠে হেরে যাওয়ার ভয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। তিনি আরো বলেন এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এবিষয়ে নলছিটি থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আহম্মদ জানান, অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য ৩০ জানুয়ারি ২০২১ নলছিটি পৌরসভা নির্বাচন উপলক্ষে ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ বাবু তালুকদার নেতৃত্বে নৌকা মার্কার মেয়র প্রার্থী আব্দুল ওয়াহেদ খানের নির্বাচনী কার্যালয়ের দায়িত্ব দেয়া হয়। সেই থেকে প্রতিনিয়ত উৎসবমুখর পরিবেশে কার্যালয়টিতে নির্বাচনী কার্যক্রম চলছিল।