ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে স্বাধীনতা বিষয়ক কবিতা আবৃতি এবং বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজের আয়োজনে রবিবার সকালে কলেজ চত্বরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনাসভা ও কবিতা আবৃতি এবং সকাল এগারোটায় বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি ও ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা তিনটি গ্রুপ করে বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
এসময় নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হানিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেট্রো পাব্লিকেশন্স এর সত্ত্বাধিকারী আবুল বাশার। এছাড়াও প্রভাষক একরামুল হকের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, নাওডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাদা খন্দকার সহ আরো অনেকে বক্তব্য রাখেন।