ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে চোরাচালান প্রতিরোধে মশালডাঙ্গী ৪নং কোলনী মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও-২০বিজিবি ব্যাটেলিয়নের নাগরভিটা কোম্পানি সদর দপ্তর ক্যাম্পের উদ্যোগে রোববার বিকেল ৪টায় মশালডাঙ্গী ৪নং কোলনী মোড়ে সীমান্তে চোরাচালান প্রতিরোধে সভা অনুষ্ঠিত হয়। সভায় নাগরভিটা কোম্পানি সদর দপ্তর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল বাতেন-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী,বড় পলাশবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দীন,সাবেক ইউপি সদস্য আবু হাসান বিশু।
এলাকার গন্যমান্যদের মধ্যে বক্তব্য রাখেন-আব্দুল হক, আব্দুল হালিম,আব্দুল কাদের,আবুল কালাম আজাদ।
সভাস্থলে ওই এলাকার চিহ্নিত চার চোরাকারবারী জহির উদ্দীনের ছেলে বাবু (৩৫) ও আব্দুল আলিম (৩০), ভগত আলীর ছেলে সহিদুল (৩৬) ও আমির হোসেনের ছেলে দুলাল (২৭) উপস্থিত জনতার মাঝে তারা তাদের ভুল পথ থেকে সরে দাড়াতে বিজিবি’র নিকট ক্ষমা প্রার্থনা চেয়ে লিখিত ভাবে অঙ্গীকারনামা দিয়ে নিজেদের রক্ষা করে।