নাগেশ্বরী থেকে মো: মসলেম উদ্দিন,
কুড়িগ্রামের নাগেশ্বরীতে কলেজ মোড় অার্কেডিয়া ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনসিস এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সাহেদুল ইসলাম, প্রভাষক গোলাম রসুল রাজা, প্রভাষক অাল অামিন, ডাক্তার অামিনুর রহমান, নেওয়াশী ইউপি চেয়ারম্যান অামজাদ হোসেন সরকার, ডিএম একাডেমীর প্রধান শিক্ষক কে .এম অানিছুর রহমান, রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান অা,স,ম অাব্দুল্লাহ অাল ওয়ালিদ মাসুম, শফিকুল ইসলাম মানিক,অাব্দুল হাই ভুট্ট সহ স্থানীয় পল্লী চিকিৎসক, ঔষধ ব্যবসায়ী সহ প্রমুখ।