নাগেশ্বরী প্রতিনিধি ঃ কুড়িগ্রামের নাগেশ্বরী মাছ ধরাকে কেন্দ্র করে আপন ভাই ও ভাতিজার দায়ের কোপে বুদ্ধ ওহাব আলী খার (৬০) মুত্য। এলাকাবাসী ও মামলা সুত্রে জানাগেছে উপজেলার নেওয়াশী ইউনিয়নের পশ্চিম সুখাতী খাঁ পাড়া গ্রামে দিঘীতে মাছ ধরাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে মোহাম্মদ আলী খাঁ তার বড় ভাই ওহাব আলী খাঁ কে জাপটে ধরে এবং তার পুত্র গোলাম মোস্তফা বাবু দা দিয়ে কোপাতে থাকলে ঘটনা স্থলেই ওহাব আলী খাঁ’র মৃতু হয়। থানা পুলিশ লাশ ময়না তদন্তের জন্য প্রেরন করেছে এবং এ ব্যাপারে একটি হত্যা মামলা হয়েছে। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মোঃ রওশন কবির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।