নাগেশ্বরী প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর মঙ্গলবার বিকাল ২ঘটিকায় নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি ফুলবল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান (এমপি) সাবেক মন্ত্রী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখাওয়াত হোসেন শফিক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, হোসনে আরা লুতফা ডালিয়া সাবেক এমপি, সফুরা বেগম রুমি সাবেক এমপি,কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ কুড়িগ্রাম। উপজেলা আওয়ামী কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক প্রধান, সভাপতি উপজেলা আওয়ামী লীগ নাগেশ্বরী উপজেলা শাখা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ২৫,কুড়িগ্রাম -১ আসনের এমপি আছলাম হোসেন সওদাগর । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক শোভন, মাহফুজার রহমান মুকুল চেয়ারম্যান নেওয়াশী ইউনিয়ন পরিষদ, সোলায়মান হোসেন চেয়ারম্যান বেরুবাড়ী ইউনিয়ন পরিষদ নাগেশ্বরী প্রমুখ।