নাগেশ্বরী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলায় কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদুৎ সমিতির আওয়াতাধীন কচাকাটা অভিযোগ কেন্দ্র বনাম সোনাহাট স্থলবন্দর অভিযোগ কেন্দ্রের মাঝে একটি প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০.০৯.২১ ইং) বিকাল ৪.০০ ঘটিকায় কচাকাটা কলেজ মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় কচাকাটা অভিযোগ কেন্দ্র সোনাহাট স্থলবন্দর পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রকে ৩-১ গোলে হারিয়ে কচাকাটা পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র বিজয় লাভ করে। কচাকাটা পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের এ বিজয়ে খেলোয়ার হিসাবে বিশেষ ভুমিকা রাখেন ১২ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় কচাকাটা অফিসার ইনচার্জ জাহেদুল ইসলাম!
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ভূরুঙ্গামারী জোনাল অফিসের ডিপুটি জেনারেল ম্যানেজার কাওসার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সহকারী জেনারেল ম্যানেজার কুমার আবির শুভ, কচাকাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ।