শফিকুল ইসলাম শফি নাগেশ্বরী কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে, বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তিতে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাগেশ্বরী উপজেলা শাখা, কলেজ মোড় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে বাস্টান্ডে সমাবেশ করেন তারা ।
এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুর রহমান রানা, উপজেলা বিএনপির সভাপতি নুরন্নবী দুলালসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদ শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনাসহ আন্দোলনরত সফল শিক্ষার্থীদের প্রতি সহমত প্রকাশ করেন বক্তারা।
যুগে যুগে বাংলাদেশে যখন সৈ¦রাচার শাসকরা দেশের নাগরিকদের মৌলিক অধিকার হরণ করে তখনই দেশের সর্বসাধারণ ও শিক্ষার্থীরা স্বৈরাচার সরকারের পতনের দাবীতে আন্দোলন করে দেশকে স্বৈরাচার মুক্ত করে দেশকে উন্নয়নের পথে নিয়ে যায়। দ্রæত বাংলাদেশ উন্নয়নের পথে অগ্রসর,ক্ষুধা দারিদ্র মুক্ত ও একটি উন্নত রাষ্ট্রে পরিনত হবে আশাবদ ব্যক্ত করেন সুধীজনেরা।