নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ নভেম্বর) রাত দেড়টার দিকে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে নাগেশ্বরী পৌরসভার পূর্ব সুখাতি, হুরকাটারী গ্রামের মৃত দেলদার আলীর ছেলে সাফি আহম্মেদ (৩৬) এর বাড়ির রান্নাঘরের মাঁচা থেকে ২ প্যাকেটে মোড়ানো ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে সকালে তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করোজ হয়েছে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ বলেন নবিউল হাসান, আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।