কুড়িগ্রাম প্রতিনিধি:
নাগেশ্বরীর নিলুরখামার (আলেপের তেপতী) এলাকার আব্দুস সালামের ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলের পায়তারা, প্রাণ নাশের হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার (আলেপের তেপতী) এলাকার মজিবর রহমান তার কন্যা মোছাঃ মোর্শেদা আত্তারকে গত ৪জুন ২০০২সালে তার নিজ সম্পত্তি ৪৪১৮নম্বর দলিল মুলে ৩একর ৩০শতক জমি সাব কবলা করে দেয়। যাহার জেএল নম্বর-১১, এসএ খতিয়ান নম্বর-৩০০, ডিবি খতিয়ান নম্বর-৯২৯, খারিজ খতিয়ান নম্বর-১০৫৩, হল্ডিং নম্বর-১০৪৯ ও এসএ দাগ নম্বর-৭৭৯, ডিবি দাগ নম্বর-১৮৭৩ সমুহ। অপরদিকে মোর্শেদা আত্তার ও তার স্বামী শহিদুল ইসলাম পাটোয়ারী আর্থিক সংকটের কারণে মোর্শেদা আত্তার তার নিজ নামিয় সম্পত্তি ৩একর ৩০শতকের মধ্যে সিএনবি সড়ক (আলেপের তেপতী) সংলগ্ন ১৫শতক জমির মধ্যে ১২শতক সম্পত্তি গত ৮এপ্রিল ২০২২সালে পাশ্বরর্তী গ্রামের আলহাজ্ব শমশের আলীর পুত্র আব্দুস সালামের নিকট ২৯৯৩নম্বর দলিল মুলে (সাব কবলা) ১২লাখ টাকায় বিক্রি করেন। এ দলিলের শনাক্তকারী শামছুল হক ও স¦াক্ষী আখলাদ হোসেন, মিজানুর রহমান। আব্দুস সালাম জমি কিনে নেয়ার পরদিন মোর্শেদা আত্তার ও তার স্বামী শহিদুল ইসলাম পাটোয়ারী ও এলাকার মহৎ প্রধানদের উপস্থিতিতে জমি বুঝে নিয়ে অদ্য জমিতে বসতবাড়ী ও সুপারী বাগান লাগিয়ে বসবাস করে আসছেন। এদিকে উক্ত জমির লোভে বশিভূত হয়ে মৃত আজহার আলীর বিবাহিত কন্যা নেওয়াশী গ্রামের আছিয়া বেগম ও তার স্বামী নুর মোহাম্মদ-রা আলেপের তেপতী গ্রামের তাদের আতি¦য় এরশাদ আলী, জুয়েল ফারুক হোসেন, সাইফুর রহমানর চক্ররা সড়যন্ত্র মুলক গত কয়েক দিন ধরে অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে দলবল নিয়ে রাত-দিন আব্দুস সালামের ক্রয়কৃত ১২শতক সম্পত্তি জোরপূর্বক দখলের পায়তারা করছে। এতে সালাম বাধা দেওয়ায় তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি ও হত্যার হুমকির দিয়ে আসার অভিযোগ করেন ভুক্তভোগী।
স্থানীয় শামছুল হক, আখলাদ হোসেন, মিজানুর রহমান বলেন, নিলুরখামার (আলেপের তেপতী) গ্রামের আলহাজ্ব শমশের আলীর পুত্র আব্দুস সালাম গত ৮এপ্রিল ২০২২সালে মোর্শেদা আত্তারের সিএনবি সড়ক (আলেপের তেপতী) সংলগ্ন ১৫শতক নামিয় জমি ২৯৯৩নম্বর দলিল মুলে ১২লাখ টাকায় সাব কবলা করে নেয়। মোর্শেদা আত্তার ও তার স্বামী শহিদুল ইসলাম পাটোয়ারী ও এলাকার মহৎ প্রধানদের উপস্থিতিতে সালামকে জমি বুঝে দেয়া হয়। সালাম সে জমিতে বসতবাড়ী ও সুপারী বাগান লাগিয়ে বসবাস করে আসছেন।
ভুক্তভোগী ক্রয়দাতা আব্দুস সালাম অভিযোগে করে জানান, আছিয়া বেগম ও তার স্বামী নুর মোহাম্মদ-রা আলেপের তেপতী গ্রামের তাদের আতি¦য় এরশাদ আলী, জুয়েল ফারুক হোসেন, সাইফুর রহমানর চক্ররা দলবল নিয়ে অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে রাত-দিন আমার ক্রয়কৃত ১২শতক সম্পত্তি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছে। এমনকি আমাকে ও আমার পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করাসহ হত্যার হুমকির দিয়ে আসছে। তিরি আরও বলেন, এই বিষয়ে একাধিকবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সালিশের ব্যর্থ হয়েছেন।
আছিয়া বেগমের স্বামী নুর মোহাম্মদের মোবাইল ফোনে যোগাযোগ করে এ বিষয়ে জানতে চাইলে কথা বলতে অস্বীকৃতি জানায়।
নাগেশ্বরী থানার ওসি নবিউল হাসান বলেন, দুইপক্ষের মধ্যে সংঘর্ষ ও হাঙ্গামার ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে। যার কারণে চাচাতো ভাই-বোন দুইপক্ষকে থানায় আসার জন্য বলা হয়েছে। সম্পত্তি নয় দ্বন্দ্বের বিষয় নিয়ে আপোষের কথা চলছে।