মোঃ মসলেম উদ্দিন, নাগেশ্বরী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ০১মার্চ জাতীয় বীমা দিবস ও বঙ্গবন্ধু বীমা মেলা পালিত হয়েছে। ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড নাগেশ্বরী সাংগঠনকি শাখার কো-অর্ডিনেটর এন্ড ইনচার্জ (একক) কর্তৃক উদ্যোগেএ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ খবির উদ্দিন, ব্রান্স কো-অর্ডিনেটর এন্ড ইনচার্জ (সাবী),আতিকুর রহমান বি.সি,আব্দুল খালেক বি.সি,গিয়াস উদ্দিন বি.সি,মমিনুল ইসলাম বি.সি,হাফিজুর রহমান বি.সি, মমিনুল ইসলাম বি.সি ভিতরবন্দ সাংগঠনিক অফিস,বেলাল উদ্দিন বি.এম,মোসলেম উদ্দিন বি.এম,মমিনুল ইসলাম বি.এম,নুর ইসলাম মোল্লা বি.এম,রুহুল আমিন বি.এম,আব্দুল হক বি.এম,আতাউর রহমান বি.এম প্রমুখ।